কোম্পানীগঞ্জে ৩৩৬ বোতল মদসহ একজন আটক

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ৩৩৬ বোতল ভারতীয় মদসহ মেহের উদ্দিন (৩৫) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের ফেদারগাঁও তেলিখাল-নাপিতের খাল সড়ক সংলগ্ন চান্দেরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মেহের উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের পরিদর্শক ও সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, ডিবি দক্ষিণের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাও গ্রামের তেলিখাল টু নাপিত খাল সড়কের (চান্দেরখাল) পূর্ব পাশে রাস্তার ঢালে থেকে মাদকের চালান পাচারকালে মেহের উদ্দিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৮০ মিলিলিটারের ৩৩৬ বোতল (৬০ হাজার ৪৮০ মিলিলিটার অর্থাৎ ৬০.৪৮ লিটার) ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।