ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সিলেটে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহত রফিক মিয়া মাস্টার (৭০) উপজেলার কাদিপুর গ্রামের মৃত হাসিব উল্লার পুত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জুলাই) বেলা ২ টা ৪০ মিনিটে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত রফিক মিয়া তাজপুর বাজারে সড়ক পারাপারের সময় সিলেটগামী বি এম পরিবহন যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই তিনি মারা যান।

ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব ঘটনার সত্যতা স্বকীর করে বলেন, এব্যাপারে মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।