পরিবেশ অধিদপ্তরের অভিযানে জব্দ এক্সকেভেটর ও ট্রাক

ঈদের রাতে সিলেট নগরীতে গোপনে চলছিলো টিলা কাটা

টিলা কাটায় ব্যবহৃত এক্সকেভেটর ও ট্রাক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি: সংগৃহিত।

সিলেট নগরীর ঝেরঝেরিপাড়ায় ইদুল ফিতরের রাতে গোপনে চলছিলো টিলা কাটা। আর অন্ধকারের মধ্যে ট্রাকে করে সেই মাটি সরিয়ে নেওয়া হচ্ছিলো।

এ সংবাদ পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন পরিবেশবিষয়ক সংগঠক আব্দুল করিম কিম। বিষয়টি অবগত হয়ে রাতেই অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।

রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে বন্ধ করে দেয়া হয় টিলা কাটা। জব্দ করা হয় টিলা কাটায় ব্যবহৃত এক্সকেভেটর ও মাটি পরিবহনের ট্রাক।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. বদরুল হুদা বলেন, ‘উদ্ধারকৃত এক্সকেভেটর ও ট্রাক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদের জিম্মায় রাখা হয়েছে। ঈদের বন্ধের শেষে কার্যালয় খোলা হলে টিলা কাটার ঘটনায় মামলা অথবা জরিমানা করা হবে।‘

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬(খ) অনুযায়ী অনুমতি ছাড়া টিলাকাটা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানান তিনি।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সদস্য আব্দুল করিম কিম বলেন, ‘টিলার মালিক ইচ্ছাকৃতভাবেই ঈদের ছুটিতে সরকারি কার্যালয় ও সংবাদমাধ্যম বন্ধ থাকবে টিলা কাটার উদ্যোগ নিয়েছেন যাতে আইনগত জটিলতা থেকে বেঁচে যান।‘

নগরীর প্রাণকেন্দ্রে পরিবেশবিধ্বংসী এমন কর্মকাণ্ড ন্যাক্কারজনক জানিয়ে তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং কার্যকরি ব্যবস্থা গ্রহন করতে হবে।‘