ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির স্বেচ্ছাসেবী মিলনমেলা

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাকিব আল মাহমুদ রিফাত।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক কাউন্সিলর লেখিকা ও সমাজসেবক নাজনীন আক্তার কণা, আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক ও রক্তদাতা মিজান মোহাম্মদ, লেখক ও নাট্যকর্মী প্রশান্ত লিটন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর’র সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, সমাজসেবক শফি আহমেদ পিপিএম, মাওলানা মুফতি জামিল আহমদ খান (মুহাদ্দিস, কাজীরবাজার মাদ্রাসা), সমাজসেবক আবিদ হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে সদস্য রক্তদাতাদের সম্মাননা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের স্বেচ্ছাসেবীরা।