ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ইংলিশদের পাহাড়সম লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে প্রোটিয়ারা।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

তবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি প্রোটিয়াদের। ইনিংসের প্রথম ওভারেই রিস টপলির বলে মাত্র ৪ রান করে ফিরে যান কুইন্টন ডি কক। ফলে ধ্ক্কা খায় প্রোটিয়ারা। এরপর ক্রিজে আসেন রাসি ফন ডার ডুসেন। তবে এরপর আর কোনো অঘটন ঘটেনি। রেজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন দুজনই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। রেজা হেনড্রিকস করেছেন ৭৫ বলে ৮৫, আর ডুসেন করেছেন ৬১ বলে ৬০। চারে নেমে এইডেন মার্করামও থিতু হয়ে ফিফটির পথে হাঁটছিলেন। তবে মাইলফলক ছোঁয়ার আগেই ফিরেছেন তিনি। ৪৪ বলে করেছেন ৪২ রান।

টপ অর্ডার ব্যাটাররা রান পাওয়ায় মিডল অর্ডার ব্যাটাররা স্ট্রাইকরেটে মনযোগী হন। সেই পথে হেঁটে সফল হয়েছেন ক্লাসেন ও মার্কো জানসেন। ক্লাসেন ৬৭ বলে করেছেন ১০৯ রান। তার স্ট্রাইকরেট ছিল প্রায় ১৬২। জানসেন তার চেয়েও আক্রমণাত্মক ছিলেন। ৪২ বলে করেছেন অপরাজিত ৭৫ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন পেয়ায় ১৭৯ স্ট্রাইকরেটে। আর প্রোটিয়াদের ইনিংস থামে ৩৯৯ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিস টপলি।