অবরোধের সমর্থনে সিলেট মহানগর বিএনপির মিছিল ও সমাবেশ

অবরোধের সমর্থনে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বন্দর বাজার এলাকায় মিছিল করে নেতাকর্মীরা, এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নাসিম হোসাইন বলেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র বিজয়ের দ্বারপ্রান্তে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী জনতার এই আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সর্বাত্মক অবরোধ সফলের বিকল্প নেই। দেশে আর কোন পাতানো নির্বাচনের স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা।

তিনি বলেন, অবৈধভাবে গদি দখল করতে মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। কোন নেতাকর্মী বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারছেনা। এভাবে কোন দেশ চলতে পারবেনা। অবৈধ ক্ষমতার হারানোর ভয়ে সরকার জুলুম নিপীড়নের চূড়ান্ত সীমা অতিক্রম করে চলেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা। তাই দেশ জাতির বৃহত্তর সার্থে টানা ৪৮ ঘন্টার অবরোধকে সফল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা হাবিব আহমদ, শুয়াইব আহমদ শুয়েব, মঞ্জুর হোসেন মঞ্জু, নাদির খান, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুল মুনিম, আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ রহিম আলী রাসু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মান্নান, মামুন ইবনে রাজ্জাক রুমেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সাবেক সদস্য সচিব আব্দুল আজিজ, যুবদল নেতা কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, অলি চৌধুরী, জামিল আহমদ, আলী আহমদ আলম, এনামুল হক চৌধুরী শামিম, ইসহাক আহমদ, বিএনপি নেতা ফরহাদ আহমদ, নাইম বক্ত শিপু, আব্দুল মুমিন, উজ্জল রঞ্জন চন্দ, স্বেচ্ছাসেবক দল নেতা রজব আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, রুণু আহমদ, কামরুল হাসান, মিসবাহ আহমদ জেইন, দুলাল আহমদ, মোঃ সামাদ, আব্দুস সালাম, নুরুল হক মাসুম, সুবহান আজাদ, ছাত্রদল নেতা মুনিম লস্কর, হোসাইন আহমদ ও রুবেল ইসলাম প্রমূখ।