এক দশক পর ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি খেলতে সিলেটে আসবে আইরিশ নারী ক্রিকেট দল।
আয়ারল্যান্ড নারী দলের বাংলাদেশ সফরে বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরে। তবে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
২২ নভেম্বর বাংলাদেশে আসার পর প্রস্তুতিপর্ব শেষে প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২২ তারিখ। তারপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর দুটি ম্যাচ রয়েছে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।
ওয়ানডে ম্যাচ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে সিলেট আসবে আইরিশরা। ৫, ৭ ও ৯ ডিসেম্বর তিনটি খেলা হবে। এর মধ্যে প্রথম দুটি শুরু হবে দুপুর ২টায় এবং শেষ ম্যাচটি সকাল ১০টায়।
বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আইরিশ নারী দলে ২৩ বছর বয়সী তারকা গ্যাবি লুইসের অধিনায়কত্বের সূচনা হতে যাচ্ছে। লরা ডেলানির নেতৃত্বে ভালো ফল পেলেও ভবিষ্যতের চিন্তা করে নতুন অধিনায়ক ঘোষণা করেছে আইরিশ নারী দল।
সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলো আয়ারল্যান্ড। সিলেটেই সবকটি ম্যাচ খেলছিল আয়ারল্যান্ড। ২০১১ সালে বিকেএসপিতে আইরিশদের বিপক্ষেই নিজেদের প্রথম প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল।
সব মিলিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছয় ওয়ানডের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে; বাকি দুটি পরিত্যক্ত। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৮টি, হেরেছে ৩টি।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে আইরিশরা।