ছেলেদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি এসেছিল মেহরাব হোসেন অপির ব্যাটে। দীর্ঘ অপেক্ষার পর মেয়েদের ক্রিকেটেও এলো সেঞ্চুরি। তাও কিনা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফারজানার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেয়েছে টিম টাইগ্রেস।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে বাংলাদেশ। ওপেনার ফারজানা ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলে শেষ বলে রান আউট হন। পুরো ৫০ ওভার ব্যাটিং করার কৃতিত্বেও প্রথম বাংলাদেশি অভিজ্ঞ এই ব্যাটার।
শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে দুই ব্যাটার শামীমা সুলতানা ও ফারজানা হক তুলতে পারেন ৩২ রান। পরে তারা দুজন উদ্বোধনী জুটিতে গড়েন রেকর্ডও। অবশ্য ভাঙতে পারেননি এক যুগ আগের রেকর্ড। শারমিন আক্তার ও সুখতারা রহমান ১১৩ রানের জুটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।
ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান ছিল সালমা খাতুনের। ২০১৩ সালে ভারতের মেয়েদের বিপক্ষেই এই রান করেছিলেন তিনি। ফারজানা সেটিকে ছাড়িয়ে ব্যক্তিগত সংগ্রহ নেন তিন অঙ্কে। ৭ চারে ১৫৬ বলে একশ রান করেন তিনি, হাঁকান সাতটি চার।
ইনিংসের একদম শেষ বলে গিয়ে আউট হয়ে যান ফারজানা, সেটিও রান আউট। এর আগে ৭ চারে ১৬০ বলে ১০৭ রান করেন তিনি। ২ চারে ২২ বলে ২৩ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। ভারতের পক্ষে ১০ ওভারে ৪৫ রান দিয়ে দুই উইকেট নেন স্নেহা রানা।
সিলেট ভয়েস/এএইচএম