৯ জুলাই সিলেট হবে তরুণদের মিছিলের শহর : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে দেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখলের পর ডিজিটাল দুর্নীতির মাধ্যমে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে যায়।

তিনি বলেন, সারাদেশে মানুষের সাথে তরুণ সমাজও এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের বিভিন্ন অঞ্চলের তারণ্যের সমাবেশে তরুণরা সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে। আগামী ৯ জুলাই সিলেট শহর হবে তরুণদের মিছিলের শহর।

নগরীর একটি হোটেলে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, কোহিনূর আহমেদ, আবুল কাশেম।

অঙ্গ সংগঠনগুলো থেকে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জাসাস মহানগর আহ্বায়ক তাজ উদ্দিন আহমদ মাসুম, স্বেচ্ছাসেবক দল জেলার সদস্য সচিব শাকিল মুর্শেদ, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আফসর খাঁন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসন দিনার, জাসাস জেলা সদস্য সচিব রায়হান এইচ খাঁন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সদস্য সুহেল ইবনে রাজা, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু প্রমুখ।