বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ‘আগামীর বাংলাদেশ বিনির্মানে আগামীর সমৃদ্ধ ছাত্র রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্রদল। রোববার (২৪নভেম্বর) সকাল ১০টায় কলেজে প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও নতুন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুবিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।
সভায় আগামীর ছাত্র রাজনীতি এবং সাম্য ও মানবিক বাংলাদেশের রূপরেখা নিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার গুরুত্বারোপ আলোচনা করা হয়।