জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজারে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহসুন রশিদ চৌধুরী, স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ (ডিসি ট্রাফিক), সদস্য সাহিদুর রহমান সাহেদ, সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের শওকত আহমেদ জুনেদ ও হাবিবুর রহমান।
শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনা শেষে নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন, চলতি জুলাই মাসের শেষাংশে ‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে নগরীর নির্ধারিত স্থানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের আয়োজন করা হবে।