হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রাইমফুড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
তথ্য গোপন করার অপরাধের দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করে। এসময় আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে নানা কারণে সতর্ক করে দেয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে প্রাইমফুড নামে ওই ব্যবসা প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ধারায় ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।