সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত, যানচলাচল শুরু

সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কের  এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে । বুধবার (২৩ অক্টোবর) বিকালে কর্মসূচি স্থগিতের বিষয়টি সিলেটভয়েসকে নিশ্চিত করেন জেলা বাস- মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।

এদিকে পরিবহন মালিক ও শ্রমিকদের কর্মসূচি স্থগিতের সাথে সাথে জেলা থেকে দূর পাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা গেছে।  এতে স্বস্তি ফিরেছে জনমনে।

জানা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে সকল যানবাহন বন্ধ রেখে আজ বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে করে অচল হয়ে পড়ে জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্য রওনা হওয়া মানুষরা।

বিষয়টি নিয়ে সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে বেলা ৩টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা করেন। সভায় আগামী ১ মাসের মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে জানালে পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

জেলা বাস- মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এম এ খান সেতুটি আর টেন্ডারের আওতায় নিয়ে আসা হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন বিভাগীয় কমিশনার। একই সাথে ১ মাসের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে জানালে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি। এখন সারাদেশের সাথে সুনামগঞ্জেরও যানচলাচল স্বাভাবিক হয়েছে।