সুনামগঞ্জ-৩ : এম. এ মান্নানেই আস্থা আওয়ামী লীগের

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ফের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।

মনোনয়ন দৌঁড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন-সহ ৩ আওয়ামী লীগ নেতাকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই মন্ত্রী।

রোববার (২৬ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে এম. এ মান্নানের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে এম. মান্নানের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনের নেতৃত্বে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এই আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় এম. এ মান্নানকে আবারও নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে প্রথমবারের মতো নৌকা প্রতিকে নির্বাচন করে সংসদ সদস্য হন এম. এ মান্নান। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে জয়লাভের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক জয়ের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এম. এ মান্নান।

পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালনকালে সুনামগঞ্জে অবকাঠামোগত অসংখ্য উন্নয়ন কাজ সম্পাদন করেন তিনি।