সিলেটে সাংবাদিকদের বিনামূল্যে হেপাটাইটিস-বি স্ক্রিনিং সম্পন্ন

বিশ্ব হেপাটাইটিস-বি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবসহ সিলেটে কর্মরত সাংবাদিকদের জন্য দিনব্যাপী হেপাটাইটিস-বি স্ক্রিনিং কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার ( ২৯ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে এই কর্মসুচির পালন করা হয়।

আয়োজিত কর্মসূচিতে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল।

বিশ্ব হেপাটাইটিস-বি দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, মুক্তিযোদ্ধা গবেষক ও সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

অনুষ্ঠানে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডগুলোতে যে মানুষগুলো প্রতিবছর চিকিৎসার জন্য ভর্তি হন, তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত। এমনকি বেশিরভাগই হেপাটাইটিস-বি ভাইরাসজনিত লিভার রোগে আক্রান্ত। শুধু তাই নয় মেডিকেল কলেজগুলোর মেডিসিন ওয়ার্ডগুলোতে প্রতিবছর যে হতভাগ্য রোগীরা মৃত্যুবরণ করেন, তাদের এক তৃতীয়াংশের মৃত্যুর কারণ এই লিভার রোগ।

তিনি আরও বলেন, পৃথিবীর আর সব দেশের মতো বাংলাদেশেও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ভাইরাস নির্মূলের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনে অঙ্গীকারবদ্ধ।

স্বপ্নীল জানান, এ কর্মসূচিতে যদি কারো হেপাটাইটিস বি রোগ শনাক্ত হয় তাদের নির্মূলের ক্ষেত্রে সর্বান্তক সহযোগিতা থাকবে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে, সিলেটস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল সাংবাদিকদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য ডা.স্বপ্নীলকে ধন্যবাদ জানান ও প্রশংসা করেন।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে জালালাবাদ লিভার ট্রাস্টের সহায়তায় ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের শেষে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং টেস্ট করা হয়।