প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করার দাবিসহ ১১ দফা দাবি জানিয়েছেন সিলেটের সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ। এ দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মুখে ১১ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ সভা পালিত হয়।
সারা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ১১ দফা দাবির স্বপক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এ উপলক্ষে জেলা প্রশাসক বরাবরে একটি দাবি নামা উপস্থাপন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সভাপতি ও সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের সভাপতি আতাউর রহমান খান শামছু।
সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক পল্লব সাহা’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম।