চলতি মাসে সিলেটে বৃষ্টিপাত হয়েছে দ্বিগুণেরও বেশি। গত বছর মে মাসে যেখানে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হলেও চলতি বছরের মে মাসে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৭০৫ মিলিমিটার। তবে এখনো আরও দুই দিন বাকি রয়েছে মাসের। এর আগে ২০২২ সালের প্রলয়ংকারী বন্যার সময়ে মে মাসে সিলেটে ৮৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
এদিকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যহাত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ২৭ এবং ২৮ মে। ২৭ মে ২৪ ঘণ্টায় ২৪৯ মিলিমিটার এবং পরের ২৪ ঘণ্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।