সিলেটে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস

সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে প্রেরিত ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটের কিছু এলাকায় দমকা ও প্রবল বাতাসের সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি বাড়তে পারে।

এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বিগত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৩৪ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রী রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।