সিলেটে বিপিএলের মিউজিক ফেস্ট আজ, মঞ্চ মাতাবেন জেমস-আসিফ

সংগৃহীত

ঢাকার পর আজ বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট। বিপিএলের আমেজকে সারাদেশে ছড়িয়ে দিতে বিসিবির এই আয়োজন। এরপর হবে চট্টগ্রামেও। ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর।

এর আগে গত সোমবার (২৩ ডিসেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকায় বিপিএল ভেন্যু শেরেবাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল। মঞ্চ মাতিয়েছেন নতুন প্রজন্মের তারকা জেফার, মুজা ও সঞ্জয়।

একদিন বিরতি দিয়ে আজ বুধবার সিলেটে বিপিএলের মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। আরও থাকবেন সঙ্গীত শিল্পী তোশিবা।

সিলেটে এই কনসার্ট গ্যালারিতে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকেটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

আজ দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকেট।

এছাড়া দর্শকরা সরাসরি টিকেট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকেট বুথেও মিলবে এই কনসার্টের টিকেট।