সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ১

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ আগস্ট) সিলেটে কালো পতাকা মিছিল আয়োজন করে বিএনপি।

শনিবার (২৬ আগস্ট) বিকালে মহানগরীর রেজিস্ট্রারি মাঠের সামনে থেকে শুরু হতে যাওয়া এই মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ আগস্ট) সিলেটে কালো পতাকা মিছিল আয়োজন করেছিলো বিএনপি। মহানগরীর রেজিস্ট্রারি মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হবার কথা ছিলো। বিকেল সাড়ে চারটার দিকে সিলেট জেলা যুবদলের একটি মিছিল নাগরি চত্বর হয়ে রেজিস্টারী মাঠ অভিমুখে আসার সময় নাগরি চত্বরের সামনে হঠাৎ করেই প্রচন্ড শব্দে বিষ্ফোরণ হয় এবং কালো ধোয়া উড়তে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করেন। এসময় বিএনপি নেতাকর্মীরা একজনকে চিহ্নিত করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তির নাম জিলানি বলে জানা গেছে।

এবিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবী জানান।

এব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, পটকা ফুটানো অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।