সিলেটে বিএনপি নেতা আ.ফ.ম কামাল খুনের ঘটনায় আগামীকাল থেকে তিনদিন শোক ও কালোব্যজ ধারনের কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
একই সাথে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আজকের সকল প্রস্তুতি সভা ও পোস্টমর্টেম পরবর্তী কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইউম চৌধুরী।
দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আ.ফ.ম কামালের গ্রামের বাড়ি অনেক দূরের পথ হওয়ায় শহরের জানাজা বাতিল করা হয়েছে। বাদ এশা গ্রামের বাড়ি জালালাবাদ ইউনিয়নের আলিনগরে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
কাইউম চৌধুরী বলেন, তারা ঘটনাটিকে রাজনৈতিক রং দিতে চান না, তারা চান প্রকৃত অপরাধীরা গ্রেফতার হোক। ২০ তারিখের আগে ঘটনার আইনি অগ্রগতি না হলে পরবর্তীতে করনীয় সিদ্ধান্ত নেয়া হবে। এ ঘটনায় তিনি দলীয় কাউকে হয়রানি না করার আহবান।
এদিকে আ.ফ.কামাল হত্যাকাণ্ডের জের ধরে রাতে নগরীতে নাশকতার জন্য দুই ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।