সিলেটে বাসচাপায় প্রাণ গেছে মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিরের এক বন্ধু জানান, রোববার মাহির ও জনি নামে একজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি ডানে চাপিয়ে দেয়। এসময় বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খান মাহির। পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে থাকা জনির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মো. মাহির শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।