সিলেটে বজ্রবৃষ্টির আভাস

সিলেটে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি অথবা ভারিবৃষ্টিসহ বজ্রপাত হতে পারে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন ‘সিলেট ভয়েসকে’ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি অথবা ভারি বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছে। সিলেটের বেশকিছু এলাকায়ও এরকম হতে পারে।

এর আগে আজ সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া এক পূর্বাভাসে সিলেটসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

যেখানে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।