সিলেটে জারা লেবু উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মো. খয়ের উদ্দিন মোল্লা বলেছেন, ‘লেবু ভিটামিন-সি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান ও দেশের অন্যতম অর্থকরি ফসল। বেশি করে উৎপাদন বাড়িয়ে লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী জারা লেবু সারা বিশ্বে সমাদৃত। দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন চহিদার চেয়ে অনেক কম, আমদানি নির্ভর।’

তিনি আরো বলেন, আমদানিকৃত লেবু জাতীয় ফলের দাম বেশী হওয়ায় সবার পক্ষে ক্রয় করা সম্ভব না। এর প্রেক্ষিতে সরকার দেশের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ফলে দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন দিনে দিনে বাড়ছে। তবে চাহিদার তুলনায় অনেক কম। কিছু পরিমাণ লেবু রপ্তানি হচ্ছে। দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরা, আদাজামির সহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। এসব ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশ ব্যাপী বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে।’

তিনি সোমবার (২৪ জুন) সিলেট নগরীর ধোপাদিঘীরপারের খামারবাড়ীতে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা-মাকড়মুক্ত জারা লেবু উৎপাদন ও রপ্তানী বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাশ এর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সপোর্টার এসোসিয়েশন বাংলাদেশের এডভাইজার মনজুরুল ইসলাম, বিজনেস প্রমোশন কাউন্সিল (বাণিজ্য মন্ত্রণালয়) এর উপপরিচালক কাজী মো. আনিসুর রহমান খান।

বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টস এসোসিয়েশন এর আয়োজনে এগ্রো প্রোডাক্টস প্রমোশন কাউন্সিল কার্যালয়ের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর কারিগরি সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী কর্মশালায় রপ্তানীযোগ্য জারা লেবু উৎপাদনকারী, সরবরাহকারী ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। এতে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ৪০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. আনিসুজ্জামান। বক্তব্য রাখেন জৈন্তাপুরের জারা লেবু চাষী ইলিয়াস আশরাফ, গোয়াইনঘাট এসএএও মুক্তার হোসেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী।