সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস আজ মঙ্গলবার (৯ এপ্রিল)।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী হাসপাতাল প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করে চিকিৎসক শামসুদ্দিন আহমদ, চিকিৎসক শ্যামল কান্তি লালা সহ অন্তত ১১ জনকে।
মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভিক সময়ে সিলেটে প্রতিরোধযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী বাহিনীর নির্যাতন-গুলিতে আহত সাধারণ মানুষ, যোদ্ধাহত প্রতিরোধযোদ্ধা, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর আহত সদস্যদের চিকিৎসা দিচ্ছিলেন তারা।
তবুও জেনেভা কনভেনশনের শর্ত ভেঙে কর্তব্যরত চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্সচালকসহ অন্তত ১১ জনকে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী।
প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে ‘নাগরিক মৈত্রী’ সিলেট।
আজ (মঙ্গলবার) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে র্যালি সহযোগে পার্শ্ববর্তী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে।
পরে নাগরিক মৈত্রীর আয়োজনে এই দিনকে নিয়ে একটা প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।