সিলেট মহানগর ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের দেশব্যাপী লগি-বৈঠার তান্ডবে নিহত ও আহতদের স্মরণে  আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান করেছে সিলেট মহানগর ছাত্রশিবির। মঙ্গলবার (২৯ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডবোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ড. নুরুল ইসলাম বাবুল, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর দেশব্যাপী যে নারকীয় তাণ্ডবের মাধ্যমেই মূলত দেশে ফ্যাসিবাদের সূচনা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য এমন কোন হীন আচরণ নেই, যা তারা করেনি। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যেক্ষ হুকুমে দেশব্যাপী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।