সিলেট গ্যাসফিল্ডে ৭ কর্মচারীর বদলি, ফুঁসছে স্থানীয়রা

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর প্রধান কার্যালয়ে কর্মরত কর্মচারীদের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চিকনাগুল ও ফতেপুর ইউনিয়নবাসী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিলেট গ্যাস ফিল্ড লি. পানিছড়া প্রধান কার্যালয় গেইটের সম্মুখে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফিল্ডে কর্মরত ৭ কর্মচারীর বদলি প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘অযৌক্তিকভাবে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন কার্যালয়ে তাদেরকে বদলি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। গত চারবছর ধরে এইভাবে একটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে কর্মচারীদের বদলি করে কোম্পানির সাথে কর্মচারী ও আমাদের দুই ইউনিয়নবাসীর মধ্যে একটা বিরোধ সৃষ্টি করা হচ্ছে। তাছাড়া কোম্পানিতে জনবল নিয়োগের ব্যাপারে স্থানীয় শিক্ষিত যুবকদের কোন অগ্রধিকার দেওয়া হচ্ছে না। এমনকি সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে কোম্পানি থেকে সহযোগিতাও পাওয়া যাচ্ছে না।’

এসময় বক্তারা, কর্মরত কর্মচারীদের বদলি প্রত্যাহার করে পুনরায় তাদেরকে প্রধান কার্যালয় যোগদানসহ সকল দাবি মানতে কোম্পানির প্রতি আহ্বান জানান।

প্রতিবাদসভা চলাকালে কোম্পানির পরিচালক মিজানুর রহমান সভাস্থলে এসে বদলি প্রত্যাহার ও এলাকাবাসীর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহ-সভাপতি আলাউদ্দিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুল হক, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মন্নান, আওয়ামী লীগ নেতা সাইফুল মতি, সমাজসেবী শামসুজ্জামান চৌধুরী, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, আশিক উদ্দিন প্রমুখ।

এর আগে ১৬ ফেব্রুয়ারি মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন ভুইঁয়ার স্বাক্ষরিত এক পত্রে ৭ কর্মচারীকে বদলি আদেশ দেয়া হয়। অফিস আদেশ পেয়ে কর্মচারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানান। এরপর গত রবিবার উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদের নেতৃত্বে একটি টিম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের সাথে দেখা করে বদলি প্রত্যাহারের দাবি জানান, কিন্তু এতে কোনো প্রতিকার হয়নি।