বন্যার্তদের ঘরবাড়ি সংস্কারে প্রধানমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান

সিলেট জেলার বন্যা কবলিত মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে ৫ কোটি টাকার আর্থিক অনুদানের চেক পাওয়া গেছে। রোববার জেলা প্রশাসনের বন্যাত্তোর পুনর্বাসন ও ত্রাণ বিতরণ বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনুদানের টাকা ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। আগামী ৪ জুলাই থেকে অনুদানের এই অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সরকারের পক্ষ থেকে বন্যার্তদের ১ কোটি ৯২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ:

সিলেটে সরকারি উদ্যোগে ১ হাজার ৬ শত ১২ মেট্রিক টন চাল, ১ কোটি ৯২ লক্ষ টাকা নগদ অর্থ, ৬৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এবং ১০ লক্ষ টাকার শিশু খাদ্য ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের বন্যাত্তোর পুনর্বাসন ও ত্রাণ বিতরণ বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্যও জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রাণ হিসেবে সরকারিভাবে প্রাপ্ত চাল ১,৬১২ মেট্রিক টন, নগদ অর্থ ১ কোটি ৯২ লক্ষ টাকা, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৬৫ লক্ষ টাকা এবং শিশু খাদ্য ত্রাণ হিসেবে ১০ লক্ষ টাকা ।