সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনার আগামীকাল

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শামীমাবাদ, বাগবাড়িস্থ ক্যাম্পাসে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হবে।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, রিসেন্ট ট্রেন্ডস এন্ড প্র‍্যাক্টিসেস’ শীর্ষক এ সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসাবে মোট আটজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ভারত থেকে একজন গবেষক ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

বক্তারা, ইংরেজি ভাষা শিক্ষার নানাবিধ চ্যালেঞ্জ এবং একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও গবেষণা তুলে ধরবেন।

সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক ইংরেজি শিক্ষক এবং গবেষক অংশ নেবেন। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেমিনার শুরু হবে। এরপর সারাদিন বিষয় ভিত্তিক পেপার উপস্থাপন করবেন আমন্ত্রিত গবেষকরা।

ইংরেজি বিভাগের আয়োজনে এ সেমিনারে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান কর্নার সিলেট। সেমিনারে নিবন্ধনকৃত সকল শিক্ষক এবং গবেষকদের সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে রিপোর্টিং করতে অনুরোধ জানিয়েছেন ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ।