সিকৃবিতে শুরু হচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সংগঠন “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুরু হতে যাচ্ছে “৪র্থ জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৩”।

প্রতিযোগীতাটিতে দেশের স্বনামধন্য ফটোগ্রাফার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেছেন। প্রায় তিন হাজার ছবি থেকে বাছাইকৃত সেরা ১০৮টি ছবি প্রদর্শন করা হবে।

২১শে ফেব্রুয়ারি এবং ২২শে ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেটেরিনারী এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস ফ্যাকাল্টি এর নতুন ভবনের নীচ তলায় অনুষ্ঠিতব্য আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার সকালে প্রদর্শনীটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। ২২শে ফেব্রুয়ারি বিজয়ীদের পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে।