সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড: মোনালিসা

একসময়ের তুমুল জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মার্কিনে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ দেশের মাটিতে পা রেখেই জানান, আবারও ফিরছেন পর্দায়। ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হোন মোনালিসা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা গল্প বলেছেন তিনি।

দেশে কেমন উপভোগ করছেন, উত্তরে অভিনেত্রী বলেন, ‘রাস্তার ধারে চটপটি, ফুচকা, আচার এগুলো, যা যা আমার ছোটবেলার স্মৃতি, যেগুলো আমি মিস করি। তারপর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি। পাশাপাশি দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়, দর্শকদের জন্য আছে চমক।’

অনুষ্ঠানে নিজের একাকী জীবন প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’

দাম্পত্য জীবনের অভিজ্ঞতার কথাও দর্শকদের জানিয়েছেন অভিনেত্রী। মোনালিসা বলেন, ‘যেহেতু পারিবারিকভাবে বিয়েটা ছিল, হয়তোবা আমাদের বোঝাপড়ার অনেক গ্যাপ ছিল। তবে অনেক কিছু আছে, যা আমি বলতে চাই না।’

নিজের রূপ এবং তারুণ্যের রহস্যও জানালেন অভিনেত্রী। বলেন, ‘রূপ এবং তারুণ্যের রহস্য হচ্ছে দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। তাঁরা এত ভালোবাসেন আমাকে, মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।’