ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচেও টস জিতে নিয়েছেন লিটন কুমার দাস। টানা তিন ম্যাচেই টস জিতলেন তামিম ইকবালের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ব্যাটার কাম উইকেটরক্ষক। টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
আর ম্যাচের শুরুতেই ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে সাজঘরে ফিরিয়েছেন আগের দুই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে ধাওয়ান ৮ বল খেলে করতে পেরেছেন মাত্র ৩ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬৭ রান।
হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১২টায়। এর আগের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।
বাংলাদেশ দলে আজ দুই পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বোলার তাসকিন আহমেদ। ফলে একাদশের বাইরে চলে গেছেন নাসুম আহমেদ। আর ওপেনার নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়েছেন ইয়াসির আলী।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ভারতের একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।