ব্যাটিং ব্যর্থতায় ১৭১ রানে থামলো শ্রীলঙ্কা

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে লঙ্কানদের মাত্র ১৭১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড। শুরু থেকেই দাপট দেখায় কিউই পেসাররা। ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ১৭১ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।

লঙ্কান ব্যাটিং ইনিংসের শুরুতেই দলীয় ৩ রানের মাথায় ইনফর্ম ওপেনার নিসাঙ্কাকে আউট করেন টিম সাউদি। ৩২ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমা। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন ওপেনার কুশাল পেরেরা ও চারিথ আশালঙ্কা। তবে ৭০ রানের মাথায় আবারও জোড়া আঘাত হানে কিউই বোলাররা।

একপ্রান্ত আগলে রেখে মাত্র ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন কুশাল পেরেরা। ফার্গুসনের বলে স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লঙ্কান ওপেনার। মিডল অর্ডারের ব্যর্থতায় ১২৮ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ ‍জুটিতে ৪৩ রান যোগ করেন থিকশানা ও মাদুশঙ্কা।

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩৭ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার রাচিন রাবিন্দ্র, লুকি ফার্গুসন আর মিচেল স্যান্টনার।