শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : এড. এমরান

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থান হুট করে হয়নি। দীর্ঘ ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন ও ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও সর্বশেষ ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে গণঅভ্যূত্থান হয়েছে। দাম্ভিক শেখ হাসিনা ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সময় হলে ঠিকই গণহত্যাকারী শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা বাজারে কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসী কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এই এলাকার ডামি এমপিসহ তথাকথিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন না করে নিজের ও নিজের দলীয় ক্যাডারদের উন্নয়ন করেছেন। এখন দেখা যাচ্ছে কতিত সেই সৎ এমপি নামে বেনামে, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সকল অপকর্মের বিচার হবে।

কুড়ারবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সিলেট জেলা যুব দলের সহ সভাপতি হোসেন আহমদ দুলন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দৌলা হোসেন শুভাষ, মাথিউরা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহবায়ক আয়নুল আবেদীন, ইউনিয়ন বিএনপি নেতা খালেদ আহমদ।

কবির আহমদের কোরআন তেলাওয়তের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, স্বপন আহমদ, নাজিম উদ্দীন দুদু, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জুবের আহমেদ, উপজেলা যুবদল সদস্য সাইফ আহমদ, সৈয়দ তারেক আহমদ, খয়রুল ইসলাম, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন রিফাত প্রমুখ।