শুক্রবার সম্মিলিত নাট্য পরিষদের প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে শুক্রবার (৭ জুলাই) বিকাল চারটায় কীনব্রীজ সংলগ্ন শারদা স্মৃতি ভবন (শারদা হল) প্রাঙ্গণে প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চায়নের পূর্বে পরিকল্পিতভাবে নাট্যকর্মীদের হত্যাচেষ্টার প্রতিবাদে ও সংস্কৃতি বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক আন্দোলনে সিলেটের সকল সংস্কৃতিবান মানুষকে ও সংবাদমাধ্যম সহ সকল নাট্য ও সংস্কৃতিকর্মীদের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।