বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্মের পেশাগত উন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইউনিসেফ সিলেট বিভাগের প্রধান মাঠ কর্মকর্তা কাজী দিল আফরোজা ইসলাম, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ইউনিসেফ ঢাকার শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা নাজগুল ছোলপনবিয়াভা ও মো. আবুল খায়ের, কর্মসূচি বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম নিপুণ, সমাজসেবা অধিদফতর ঢাকার ডেপুটি সেক্রেটারি জাহান আরা, শাবিপ্রবির সমাজকর্ম অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান, অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ, অধ্যাপক আবুল কাশেম, সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুর রফিক।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. ফয়সল আহম্মদ, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক মুহ. মিজানুর রহমান, অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন, সহযোগী অধ্যাপক মো. ফখরুল আলম, সহকারী অধ্যাপক কৃত্তিবাস পালসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নে আরো দক্ষ হয়ে উঠবে। নিজেদেরকে যোগ্য সমাজকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নে কীভাবে অগ্রণী ভূমিকা রাখবে সেই বিষয়ে তাদেরকে এ কর্মশালায় শেখানো হবে।