শাল্লায় স্বাধীনতা দিবসে আ.লীগের আলোচনা সভা

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (২৬শে মার্চ) সকাল ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬শে মার্চের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। আজকের এই বাংলাদেশটি স্বাধীন হওয়ার পেছনে বঙ্গবন্ধুর অতুলনীয় অবদান রয়েছে।

বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ একটা বিশাল বড় দল। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, আমাদের সবার মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, সবাই চায় বড় হতে।’

বক্তারা, প্রতিহিংসামূলক রাজনীতি বাদ দিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতিকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস-চেয়ারম্যন এ্যাড. দিপু রঞ্জন দাস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাস নান্টু, প্রচার সম্পাদক নওশের মনির, সহ দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুবল চন্দ্র দাস, ইউপি সদস্য সত্যব্রত সরকার দ্বিজেন, সুধীর দাস, নরেশ অধিকারী প্রমুখ।

এদিকে, এতবড় একটি জাতীয় দিবসে চোখে পড়ার মত নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় নি।