গোলাপগঞ্জে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে হয়রানি!

সিলেটের গোলাপগঞ্জে জরুরি পুলিশ সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে হয়রানির অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে জরুরি পুলিশ সেবা ৯৯৯ নম্বরে অজ্ঞাত এক ব্যাক্তি কল দিয়ে বলেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের আজিরের দোকানের সামনে কে বা কাহারা পিকেটিং করা প্রস্তুতি নিচ্ছে। তৎক্ষনাৎ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সেখানে ছুটে যায়। পুলিশ গিয়ে ওই জায়গা কাউকে পায়নি বা পিকেটিং এর কোন আলামতও পায়নি।

এদিকে গাড়িতে ভাঙচুর-আগুন দেওয়া হয়েছে বলে এমন একটি ভুয়া খবর মুহূর্তে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। যে খবরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। পুলিশ ওই জায়গায় গিয়ে কাউকে পায়নি বা পিকেটিং এর কোন আলামতও পায়নি। কে ফোন দিয়েছে তাকে খুঁজে বের করা হবে।