‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করেছে শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সমবায় বিভাগের ব্যানারে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা চম্পা তালুকদারের সঞ্চালনায় গণমিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য এ্যাড. দিপু রঞ্জন দাস।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মুহিত।
এছাড়াও বক্তব্য প্রদান করেন অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল খালেক, অধ্যাপক তরুন কান্তি দাস, বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৎস্যজীবি পিযুজ কান্তি দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় বিভাগও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুর্দান্ত স্বপ্ন ছিল। স্মার্ট বাংলাদেশ গঠনে সমবায় বিভাগের ভূমিকা ব্যাপক। দেশ উন্নয়নে সমাজ পরিবর্তনে সমবায় বিভাগের কার্যক্রম দেশজুড়ে চোখে পড়ার মত। সমবায় বিভাগের উন্নয়ন মূলক কাজগুলোর কথা উল্লেখ করে মাঠ পর্যায়ে সমবায়ের কার্যক্রম আরো বাড়ানোর তাগিদ দেন বক্তারা।
অন্যান্যদের মধ্যে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ, সদস্য বৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভার পরপরই গণমিলনায়তনে ‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংবিধান দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এখানেও উপরে উল্লেখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।