শাবি প্রেসক্লাবের সাথে স্পীকার্স ক্লাবের মতবিনিময়

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাব সভাপতি নাজমুলার হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, শাদমান শাবাবসহ অন্য সদস্যরা।

অন্যদিকে স্পিকার্স ক্লাবের সভাপতি আমানুর রহমান, সহ-সভাপতি ফায়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. ওমর মেহরাব, সহ-সাধারণ সম্পাদক সামিউল আলম, তুহিনুর রহমান, নাদিয়া হোসেন নুসরাত, কোষাধ্যক্ষ মো. সোহানুল আলম, প্রচার সম্পাদক নাঈম ফারহান, সাবেক কো-অর্ডিনিটিং সদস্য সানাউল্লাহ রাফি, সাধারণ সদস্য ইকরামুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, যারীন তাসমীন, সাবেক যুগ্ম সম্পাদক মো. শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় স্পিকার্স ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে। আমরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছি। করোনা মহামারী ও বিশ্ববিদ্যালয়ে নানা সংকটে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা সমস্যা হয়েছে। সেটা আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি।

এছাড়া সংগঠনের কার্যক্রম কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তাদের কাজের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ও মাসিক সভা, সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা । শিক্ষার্থীদের ক্যারিয়ারে দক্ষর্তা জন্য সংগঠনটি চাকরি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করছেন বলে জানান তারা। এ কাজে সংগঠনটির সদস্যরা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডসহ যেকোনো ধরণের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’ পরবর্তীতে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছ জানান স্পির্কাস ক্লাবের সদস্যরা।