শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে নিজ নিজ বিদ্যালয়ের সামনে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত করেন তারা।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামানের মাধ্যমে এ আবেদন করেন তারা।
আবেদন পত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্যস্ততম সড়কটিতে একটি স্পিডবেকার বা গতিরোধক বসানো জরুরি। কারণ এই প্রতিষ্ঠানের আশপাশে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইজিং সান কিন্ডার গার্টেন, পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। শিক্ষার্থীদের রাস্তা পার হওয়ার জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। ফলে গাড়ীর বেপরোয়া গতির কারণে সড়ক পারাপারে প্রতিনিয়ত তাদেরকে থাকতে হয় ঝুঁকির মুখে। এছাড়াও একটি কিন্ডার গার্টেন ও প্রাথমিক বিদ্যালয় থাকাতে অনেক শিশুদের রাস্তা পারাপারে গুরুতর আহত এবং মৃত্যুঝুঁকির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগীদের রয়েছে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশংকা।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সাথে আলাপ করলে তারা বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে যখন কোনো যানবাহন পাগলা মাদ্রাসার সামনে আসেন তখন থেকেই তাদের মাঝে একটি ভয়ঙ্কর প্রতিযোগিতা আমরা দেখতে পাই। বেপরোয়া গতিতে কার আগে কে যাবে সেই প্রতিযোগিতা চলে চালকদের মাঝে। এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি স্বাস্থ্য কেন্দ্রের হাজারো মানুষ সড়কের এ অংশ অনিরাপদ। তাই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপযুক্ত স্থানে গতিরোধক বা স্পিডবেকার বসানোর জোর দাবি করছি আমরাও।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার উজ্ জামান বলেন, আবদন পত্রটা আমি পেয়েছি। আমি সওজে চিঠি দেবো এবং ফোনেও কথা বলবো। যতদ্রুত সম্ভব এটি করানোর চেষ্টা করবো।