মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বিজয় র্যালী ও আলোচনা সভা করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে শান্তিগঞ্জ বাজার থেকে বিজয় র্যালী বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনের স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক কামাল পারভেজ সাজন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম প্রমূখ।
এ সময়, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।