লাখাইয়ে শাহ বায়েজিদ (রহ.) এর বার্ষিক ওরস মঙ্গলবার

হবিগঞ্জের লাখাইয়ে হযরর শাহ জালাল ( রঃ) এর অন্যতম সফর সঙ্গী শাহ বায়েজিদ ( রঃ) এর বার্ষিক ওরস আগামীকাল মঙ্গলবার। উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লাবাজার সংলগ্ন হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) এর মাজারে ওরস অনুষ্ঠিত হবে।

ওরস উপলক্ষে হযরত শাহ্ বায়েজিদ ( রঃ) মাজার পরিচালনা কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রাত ব্যাপী জিকির আসকার, মিলাদ মাহফিল ও মুর্শিদী গানের আসরের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকানের সমাগম ঘটবে। ভক্তবৃন্দের আগমণে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।

এদিকে ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে বসছে মেলা। দিনব্যাপী এ মেলায় হরেক রকমের পণ্যসামগ্রীর পসরা নিয়ে বসেছে দোকানীরা। এর মধ্যে মাটির তৈরি রকমারি পণ্য ও খেলনাসহ পণ্য সামগ্রী মিলবে মেলায়। মেলায় চিত্তবিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এর মধ্যে নাগরদোলা, ম্যাজিক নৌকা, ঘোড়াসহ বিভিন্ন চিত্তাকর্ষক রাইড।

এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লী মীর আজমল হোসাইন জানান, ওরস উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন সারা রাত্রিব্যাপী মিলাদ মাহফিল, জিকির আসকার ও  মুর্শিদী গানের আসর বসবে। ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে।