লাখাইয়ে বিনামূল্যে সার ও বীজ পেল ৬ সহস্রাধিক কৃষক

লাখাইয়ে বিনামূল্যে ৬ হাজারেরও বেশি প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হলো সার ও বীজ।

সোমবার (৬ নভেম্বর) লাখাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩- ২০২৪ অর্থ বছরে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, সরকার গণমুখী নীতিমালা অনুসরণ করে কৃষিতে নিরব বিপ্লব ঘটিয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কৃষকদের অবস্থা পরিবর্তনের লক্ষ্যে সরকার বিনামূল্যে বীজ, সার দিয়ে যাচ্ছেন। ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করে যান্ত্রিক কৃষিতে বিপ্লব ঘটিয়েছে।

সেমাবার দুপুরে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন।