যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলছে। এবার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় এক বন্দুকধারী তার সহকর্মীদের উপর গুলিবর্ষণ করেন। এতে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযুক্ত বন্দুকধারীকে পুলিশ আটক করেছে।
শুক্রবার (১০ জুন) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এ ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, হামলাকারীর বয়স ২৩ বছর। হামলা চালানোর পর তিনি একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করে। এ সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধ হলে তিনি আহত হন। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, বন্দুকধারী যুবক এবং তার গুলিতে হতাহতদের সবাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।
মুলেনডোর বলেন, আটক ওই যুবক একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করে গুলিবর্ষণ করে।
ইনকর্পোরেটেড কারখানার সিইও রিক গুড এক বিবৃতিতে বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনার সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল আমাদের কর্মচারী এবং তাদের পরিবারের নিরাপত্তা এবং সুস্থতা।’
ঘটনার দুঃখ প্রকাশ করে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়েছেন।