মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ফয়জুল হক

সার্ক কালচারাল সোসাইটি কর্তৃক প্রবর্তিত “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পেলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজ সিলেটের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

সার্ক কালচারাল সোসাইটি ভারতে প্রতিষ্ঠিত এক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। মানবকল্যাণ ও শিক্ষা প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠন ও জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি।

পদক প্রাপ্তির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, যে কোন পুরস্কার প্রাপ্তি যেমন আনন্দের, পাশাপাশি কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অবশ্যই প্রেরণা যোগায় এবং এধরণের সম্মাননা কাজের ক্ষেত্র ও দায়িত্ব বাড়ায়। এজন্য আমি মহান আল্লাহ তায়ালার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া চাই, যেন দেশ ও সমাজের কল্যাণে বাকী জীবনটুকু আন্তরিকতার সাথে কাজ করে যেতে পারি।

এ উপলক্ষে শনিবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ‘নারীর অধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা সিটি কর্পোরেশনের মূখ্য বিচারক ও পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব ড. অমল কান্তি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম পিএইচডি, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি এটিএম মমতাজুল করিম।