মনি রত্মমের নতুন সিনেমায় তারকার মেলা

ভারতীয় সিনেমায় ইতিহাসের ব্যবহার অনেক পুরনো। তবে গত কয়েক বছর ধরে পিরিয়ড ফিল্ম নির্মাণের ঝোঁক দেখা যাচ্ছে বেশি। রাজামৌলির বাহুবলীর পরই সে পথে হেঁটেছেন দক্ষিণের বহু পরিচালক। এবার একই পথে হাঁটছেন ভারতের অন্যতম সেরা পরিচালক মনি রত্নম। চোল সাম্রাজ্যের কাহিনী নিয়ে তিনি তৈরি করেছেন ‘পোনিয়ান সেলভান’। সিনেমাটিকে সংক্ষেপে ‘পিএস-ওয়ান’ বলেই সম্বোধন করা হচ্ছে।

মনি রত্নমের সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় চার বছর পর সিনেমায় দেখা যাবে তাকে। নন্দিনী চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এর মধ্যে সিনেমার বেশকিছু পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে রাজকীয় বেশে দেখা যায় ঐশ্বরিয়াকে। অনেকেরই না কি মনে পড়ে গেছে যোধা বাঈয়ের কথা।

‘পোনিয়ান সেলভান’ সিনেমায় দক্ষিণের বহু তারকার সমাবেশ ঘটিয়েছেন মনি রত্নম। মূল চরিত্রে থাকছেন চিয়ান বিক্রম। এছাড়া আছেন কার্থি ও জয়ম রবি। ঐশ্বরিয়া ছাড়াও নায়িকাদের মধ্যে থাকছেন তৃষা কৃষ্ণান, শোভিতা ধুলিপালা ও ঐশ্বরিয়া লক্ষ্মী। গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে আছেন প্রকাশ রাজ, নাসের ও প্রভু। বোঝা যাচ্ছে বেশ প্রস্তুতি নিয়েই সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন মনি রত্নম।

চোল সাম্রাজ্যের ঐতিহাসিক চরিত্র ও ঘটনা নিয়ে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। মনি রত্নম সাধারণত প্রেম, বাস্তবটা, সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয় নিয়ে সিনেমা নির্মাণ করেন। পোনিয়ান সেলভানে তিনি অতীতের প্লটে একই রকম গল্প তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ ভারতের এই শক্তিশালী সাম্রাজ্য নিয়ে সিনেমা তৈরি করার ইচ্ছা তার বহুদিনের। তবে স্বাভাবিকভাবেই এই বাণিজ্যিক এ সিনেমায় ইতিহাসের চেয়ে গল্পের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। গল্পটি হতে যাচ্ছে প্রতিশোধের। ঐশ্বরিয়ার পোস্টার প্রকাশ করে মনি রত্নমের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘প্রতিশোধের রূপটি সুন্দর হতে পারে।’

কেবল ঐশ্বরিয়া নন, কার্থি ও বিজয়ের লুক দেখেও বোঝা যাচ্ছে ঐতিহাসিক অ্যাকশন-প্যাকড সিনেমা হতে যাচ্ছে পিএস-ওয়ান। হতে পারে মনি রত্নম ছাড়িয়ে যাবেন রাজামৌলিকে। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।