আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য মধ্যনগর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৮ জন। এরমধ্যে মো. গিয়াস উদ্দিন পেয়েছেন দোয়াত কলম, সাইদুর রহমান ‘কাপ-পিরিচ’, প্রবীর বিজয় তালুকদার ‘আনারস’, মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া ‘মোটরসাইকেল’, সজল কান্তি সরকার ‘ঘোড়া’, . নুরুল ইসলাম ‘হেলিকপ্টার’, বরুণ কান্তি দাস ‘চিংড়ি মাছ’ ও আব্দুল আউয়াল ‘শালিক’।
ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে পংকজ আরেং ‘মাইক’, মো. হজরত আলী ‘চশমা’, মো. এনামুল হক ‘তালা’, মোহাম্মদ আনোয়ার হোসেন ‘উড়োজাহাজ’, এমদাদুল হক ‘টিয়া পাখি’, বিদ্যুৎ কান্তি সরকার ‘টিউবওয়েল’ এবং মো. জসীম উদ্দিন চৌধুরী ‘বই’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শান্তা চৌধুরী ‘কলম’ প্রতীক এবং হানুফা আক্তার ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, ‘চতুর্থ ধাপে তিন উপজেলায় ৪২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৫ জুন সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’