শাল্লায় শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা।

সোমবার (১৫ এপ্রিল) শাল্লা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদে  ৪ জন,  ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও   মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস,  সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও   এসএম শামীম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মো. সাইফুর রহমান, আব্দুল মজিদ, অরিন্দম চৌধুরী অপু,  কালীপদ রায়, মো. হাজিরুল ইসলাম,  ফেনী ভূষণ সরকার, প্রদীপ দাশ, বিষ্ণুপদ দাশ, শেখ শহিদুল ইসলাম।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান  পদে শর্বরী মজুমদার, মোছা. আলপিনা আক্তার, মর্তুজা আক্তার, মোছা.ছায়া মনি আক্তার মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে,  মনোনয়ন যাচাই- বাছাইয়ের  তারিখ ১৭ এপ্রিল,  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৮ মে, ২০২৪।