বৃষ্টি কমে রোববার মিলবে রোদের দেখা, বাড়বে তাপমাত্রা

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। কখনও মুষলধারে, আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামছে বটে। কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না সেই থামা। একটু থেমে আবার অঝোরে ঝরছে বৃষ্টি।

গতকাল শুক্রবার (৬ অক্টোবর) রাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার দুপুরের মধ্যেই এই বৃষ্টি কমে আসবে।

বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও আগামীকাল শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু আকাশ দিনভর মেঘলা থাকবে।

রোদের দেখা কবে মিলবে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ জানান, আগামীকাল বৃষ্টি কমলেও রোদের সম্ভাবনা নেই। তবে পরশুদিন রোববার থেকে দিন পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

সিলেট ভয়েস/এএইচএম